পীরগঞ্জে ভ্যান চালকের আত্মহত্যা 102 0
পীরগঞ্জে ভ্যান চালকের আত্মহত্যা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ভ্যান চালক মহিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাট নয়াপাড়া গ্রামের ভূট্টু মিয়ার পুত্র।
গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়,নিহত মহিদুল ইসলাম একাধিক এনজিওসহ স্থানীয় কয়েকজন দাদন ব্যবসায়ীর নিকট চড়া সুদে টাকা গ্রহণ করেন। উক্ত টাকা বর্তমান করোনা পরিস্থিতিতেও দাদন ব্যবসায়ী ও এনজিও কর্মীরা আদায়ের জন্য চাপ প্রয়োগ করলে মহিদুল ইসলাম দিশেহারা হয়ে পড়েন।
একপর্যায়ে অপমান সইতে না পেরে রোববার গভীর রাতে সকলের অজান্তে কীটনাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মহিদুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে মর্মে ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান নিশ্চিত করেছেন।